top of page

আগামী
তোর আগামী স্বপ্নসীমায় বন্দি আগামী তোর গতর ক্ষত নয় ৷
তোর আগামী ফরমায়েশের জিনি, ইচ্ছে ডানার উরান ভয়কে জয় ৷
তুই শুধু তোর সাহস বুকে তে ভরে অন্ধকারের বন্ধ দরজা খোল ৷
আগামী দেখবি প্রদীপের জিনি হয়ে বাজাচ্ছে তোর বিজয় ডঙ্কা ঢোল ৷
ভাবিস যদি হবে না তোর দ্বারা লম্বা লাইন অজুহাতের পাবি ৷
সত্যি হবে খনার মতন বচন হারাবি তোর গুপ্তধনের চাবি ৷
তারচেয়ে বরং ভোলার ঝোলা নিয়ে চল দুজনে আগামীতে ঝাপাই,
ইন্দ্র এখন নাচ দেখতে মত্ত, সেই সুযোগে স্বর্গটাকে কাঁপাই ৷
কি আর হবে হেরেও যদি বা যাই, বন্দি না হয় হব স্বর্গ জেলে;
হবো না শেষ আফসোস বিছানাতে চেষ্টা করার সাহসটা ছিল বলে ৷
bottom of page